শীতলক্ষ্যা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জের শিমরাইল তাজজুট মিলস এলাকায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক জানান, উদ্ধারকৃত যুবকের লাশটি ৪/৫ দিন পূর্বে হাওয়ায় অনেকটা পচে গিয়ে মাংস উঠে গেছে। তাই আঘাতের চিহৃ বোঝা যাচ্ছে না। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। লাশের পড়নে প্যান্ট থেকে একটি স্মার্ট ফোন উদ্ধার করেছে পুলিশ। তার পড়নে কালো রঙ্গের জিন্স প্যান্ট, ফুল হাতা গেঞ্জি ও কাপড়ের জুতা ছিল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম