কক্সবাজারের উখিয়ায় আগুনে পুড়ে প্রায় ৫০ দোকান ছাই হয়েছে। উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন