পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশায় ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে আটকে পড়া যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।
ঘন কুয়াশার কারণে আজ সকাল পৌনে ৭টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সোয়া ৯টার সময় ফেরি চলাচল স্বাভাবিক হয়। দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে আটকে পড়া যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়।
বাংলাদশে অভ্যন্তরীণ নৌপরবিহন করপোরশেনের (বিআইডব্লউিটসি) আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, মঙ্গলবার মধ্যরাত থকেে নদী এলাকায় কুয়াশা শুরু হয়। আজ সকাল পৌনে ৭টার দিকে ঘন কুয়াশায় ফেরি মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়।
নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে ৩টি ফেরি আটকে পরে। কুয়াশা কমে গলে সকাল সোয়া নয়টায় ফরেি চলাচল শুরু স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ফারজানা