পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া এর উদ্বোধন করেন। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গলাচিপা পৌর মুক্তমঞ্চে আয়োজিত সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া, বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, জেলা পরিষদরে সদস্য মো. মিজানুর রহমান, গাজী মো. ইউসুফ মিয়া, মো. মোশারেফ হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মজিবর রহমান, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, মো. কাওসার তালুকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের অর্থায়নে ৬ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল বাশার সোহাগ ট্রেডার্স মুর্যালের কাজ সম্পন্ন করে।
বিডি-প্রতিদিন/শফিক