দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আপনাদের বিবেক ও বুদ্ধি বিবেচনা মত কাজ করুন। দুদক না দেখে কোনো মামলা করে না’।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে। স্কুল যেনো জনআপদ তৈরির কারখানা না হয় সে দিকে লক্ষ রাখতে হবে।
দুদক চেয়ারম্যান বৃহস্পতিবার সাতক্ষীরায় সরকারি কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন ‘অনেকে বলেন টাকা হলে পাওয়ার বাড়ে, কিন্তু আমরা প্রমান করেছি টাকা হলে পাওয়ার বাড়ে না। সমাজে কারা দুর্নীতি করছে তা কৃষি প্রদর্শনী প্লটের মতো আমরা দেখিয়ে দেবো।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ জেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন