সিঙ্গাপুরে চিকিৎসাধীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিএইচ (বজলুল হক) হারুনের সুস্থতা কামনায় ঝালকাঠির কাঠালিয়ায় দোয়া-মোনাজাত অব্যাহত রয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন, কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এমপি হারুন ১৩ জানুয়ারি থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন