নরসিংদীর শিবপুরে নিখোঁজ হওয়ার চারদিন পর রিফাত (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পানির ট্যাংকি থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আশরাফুল (১৫) ও রাসেল (১৬) দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রিফাত উপজেলার দক্ষিণ সাধারচর এলাকার শুক্কুর আলীর ছেলে।
শিবপুর খানা পুলিশ জানায়, রিফাত নিখোঁজ হওয়ার পর গত শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে পুলিশ সন্দেহবশত বুধবার রাতে একই এলাকার আশরাফুল নামে এক কিশোরকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক আশরাফুল পুলিশকে জানায়, দক্ষিণ সাধারচর এলাকার শহিদুল্লার ছেলে রাসেল ও নাজমুল হকের ছেলে সাইফুল (১৫) মিলে রিফাতকে গলা কেটে হত্যা করে। পরে লাশটি দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পানির ট্যাংকিতে লুকিয়ে রাখে। পরে রাতেই রাসেলকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ গ্রেফতারকৃতদের তথ্যমতে বৃহস্পতিবার সকালে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পানির ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহতের মা রুনা বেগম বাদী হয়ে তিনজনের নামোল্লেখ করে হত্যা মামলা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিরোধে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন