২৩ জানুয়ারি, ২০২০ ২১:৫৮

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

প্রতীকী ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের নির্যাতনে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয়রা বলছেন, নিহতের নাম হানেফ আলী খোকা (৩২)। তিনি শার্শা উপজেলর অগ্রভূলোট গ্রামের মৃত হানেফ আলীর ছেলে। 

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যান খোকা। ২২ জানুয়ারি রাতে ভারতের বন্যাবাড়িয়া সীমান্তে তিনি বিএসএফ সদসদের হাতে ধরা পড়েন। এরপর বিএসএফ সদস্যদের নির্যাতনে খোকা অসুস্থ হয়ে পড়লে তাকে ভারতের বনগা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার আগেই খোকার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান অবশ্য বলেন, পরিবারের সদস্যদের সাথে গোলযোগ করে দুদিন আগে রাগ করে ভারতের মধ্যমগ্রামে মামার বাড়ি চলে যান খোকা। বুধবার সকালে বাড়ি ফেরার পথে বিএসএফের হাতে তিনি ধরা পড়েন। তাদের নির্যাতনে খোকা মারা যান। তার লাশ ভারতের বনগাঁ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। লাশ দেশে আনতে বিজিবি বিএসএফের সাথে আলোচনা করেছে বলেও জানান তবিবুর রহমান। 

বিজিবি’র অগ্রভূলোট বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন বাংলাদেশি এক যুবকের ভারতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর