কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ৯০৫ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫। আটক হলেন জামতলী ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি বাসিন্দা মৃত সামশু আলমের ছেলে আবুল কালাম (২২)। বৃহস্পতিবার বিকালে উপজেলা হোয়াইক্যং বাজারের পার্শ্বে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, হোয়াইক্যং বাজারের দক্ষিণ পার্শ্বে ব্রিজ সংলগ্ন এলাকায় থেকে আবুল কালামকে আটক করা হয়েছে। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৪৯ লাখ সাড়ে ৫২ হাজার টাকা। ইয়াবাসহ ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা