২৫ জানুয়ারি, ২০২০ ০৮:১৯

টেকনাফে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে ৭৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এসময় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। 

আটকরা হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ব্রিটিশপাড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মিনজু আহমদের ছেলে মো. রহিম (২৫) ও জাদিমুরা পূর্বপাড়া এলাকার আব্দুল শুক্কুরের ছেলে মো. জুবাইর (২৭)। শুক্রবার রাতে জাদিমুরা এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয় বলে জানায় র‌্যাব।

টেকনাফস্থ র‌্যাব-১৫ সিপিসি-১ এর কম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় কথিপয় মাদক কারবারিদের ইয়াবা কেনাবেচার গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় দুই মাদক কারবারিকে ৭৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরতে সক্ষম হয়। এদের একজন মিয়ানমার থেকে আসা পুরাতন রোহিঙ্গা।

লে. মির্জা শাহেদ মাহতাব আরও জানান, উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর