ঠাকুরগাঁওয়ে “মানুষ মারার নয়, বাঁচার উন্নয়ন চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ বিভিন্ন দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার সন্ধ্যায় জেলা প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা কৃষক সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। এসময় আরও বক্তব্য দেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান, সংগঠনটির দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক আলতাফ হোসাইন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন তেল-গ্যাস রক্ষা ঠাকুরগাঁও শাখার সদস্য সচিব সামসুজ্জোহা বাবুল।
সভায় বক্তারা সুন্দরবন ও উপকূলবিনাসী কয়লা এবং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাতিল, সমুদ্রের গ্যাস রফতানিমুখী পিএসসি ২০১৯ বাতিলের দাবি জানান। এছাড়াও জাতীয় কমিটির প্রস্তাবিত সুলভ-টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি এবং বিদ্যুৎ মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে নানা দিক তুলে ধরেন।
বিডি প্রতিদিন/আরাফাত