২৬ জানুয়ারি, ২০২০ ১২:০৫

গোদাগাড়ীতে নসিমন খাদে পড়ে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

গোদাগাড়ীতে নসিমন খাদে পড়ে ব্যবসায়ী নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে নসিমন উল্টে খাদে পড়ে শরীফুল ইসালাম (৪৮) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।     

নিহত শরীফুল উপজেলার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় নসিমন চালকও আহত হয়েছেন। নসিমন চালকের নাম লালন শেখ (৩৪)। তিনি রিশিকুল ইউনিয়নের মান্ডাইল গ্রামের মৃত নজিবুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জান্নাত জাহান জানান, মাছ ভর্তি একটি নসিমন গোদাগাড়ী থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী শরীফুল ইসলাম নিহত হন। পরে আহত চালককে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

এসআই জান্নাত আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের এই কর্মকর্তা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর