২৮ জানুয়ারি, ২০২০ ২০:০৫

দৌলতপুরে চার ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতপুরে চার ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর ১টা বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ডাংমড়কা এলাকার পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার ডাংমড়কা এলাকার ৪টি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন)/ সংশোধন ২০১৯ এর ৬/১৬ আইনের ধারায় এমআরএন ব্রীক্সের মালিক ময়েন উদ্দিনের ৫০ হাজার টাকা, এইচএলবি ব্রীকস্রে মালিক মামুন হোসেনের ২০ হাজার টাকা, এনবিএল ব্রীকস্রে মালিক মহায়মিনুল পলাশের ৪০ হাজার টাকা এবং বিএসবি ব্রীকস্রে মালিক আবুল কালাম আজাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় ইটভাটা মালিকদের ইট পোড়ানোর বিষয়ে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারে সতর্ক করা হয় এবং আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।   

এ সময় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক কমল কুমার বর্মনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর