নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগের সত্যতা, তদন্ত কমিটির সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তদন্ত ও সরকারি কাজে বাধাদানসহ নানা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে, কলেজের পুরনো গাছ কাটার মামলায় গত ২৬ জানুয়ারি পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খা শুনানি শেষে অধ্যক্ষ মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে তিনি ৩০ জানুয়ারি পাবনা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। পরে ৪ ফেব্রুয়ারি শুনানি শেষে জেলা ও দায়রা জজ মো. মকবুল আহসান তার জামিন আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার তিনি কারাগার থেকে মুক্ত হন।
উল্লেখ্য, অধ্যক্ষ মিজানুর রহমানের নানা অনিয়ম, দুর্নীতি নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে বেশকিছু প্রতিবেদন প্রকাশিত হয়। তার বিরুদ্ধে একাধিক বিক্ষোভ, মানববন্ধন, কর্মবিরতিসহ নানা কমূসচি পালন করেন শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন