ইরি-বোরো মৌসুম শুরুর সাথে সাথে শীতকে উপেক্ষা করে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর জেলায় চারা রোপণ নিয়ে ব্যস্ত সময় কাটছে কৃষক-কৃষাণীদের। প্রযুক্তির ছোঁয়ায় অল্প সময়ে কৃষকরা জমিতে চাষাবাদ করছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত এই রোপন চলবে।
বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ১৮ হাজার ৭০০ হেক্টর জমিতে চারা রোপন করা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ।
বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় দেখা যায়, কৃষক-কৃষাণীদের মধ্যে কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার কেউ চারা রোপণ করছেন। শীত বেশি থাকায় আবার অনেকে একটু অপেক্ষা করছেন। সকালে সূর্য দেখার সাথে সাথেই চারা রোপণে ব্যস্ত হয়ে পড়ছেন। শীতের শুরুতে আগাম তৈরি বীজতলা থেকে কৃষকরা চারা রোপণের কাজ শুরু করেছেন। অনেকেই জমি প্রস্তুত করার জন্য জমিতে সেচ ও হাল চাষের কাজেও ব্যস্ত সময় পারছেন।
এদিকে, চাষিরা যেন সঠিকভাবে ফসল চাষ আবাদ ও পরিচর্যা করতে পারে সেদিক লক্ষ্য রেখে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে তৃণমূল পর্যায়ে কৃষি কর্মকর্তা মাঠে গিয়ে সার্বিক পরামর্শ দিচ্ছেন।
খয়েরবাড়ী গ্রামের কৃষক শাহিনুর ইসলাম বলেন, ‘জমি প্রস্তুত হয়েছে। চারা উত্তোলন শেষ হলেই জমিতে রোপণ কাজ শুরু করবেন। ফসল ভালো হলে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারবো, তাই যত্ম সহকারে জমি তৈরি করেছি।
এবার দিনাজপুর জেলায় ১ লাখ ৭১হাজার ২২০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন