নোয়াখালী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা এস এম মোস্তফা ভুঁইয়ার নামে সড়কের নাম করণ করে ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সড়কটির উদ্বোধন করেন কবিরহাট উপজেলার চেয়ারম্যান কামরুন নাহার শিউলী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাটইয়া ইউনিয়নের কলিমউদ্দিন পোল টু আইছারটেক সড়কটি বীর মুক্তিযুদ্ধা এস এম মোস্তফা ভুঁইয়ার নামে সড়কের নাম করণ করে ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সড়কটির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন, বাটইয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম মোস্তফা ভুঁইয়ার সন্তান জিল্লুর রহমান টিপু, ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি শাহীনসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন