ময়মনসিংহের ত্রিশালে এসএসসি পরীক্ষার্থীদের উত্যক্তের প্রতিবাদে ত্রিশাল-নান্দাইল সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকার পর উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। জানা যায়, উপজেলার শুকতারা বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর দিন থেকেই বালিপাড়া ইউনিয়ন থেকে আসা পরীক্ষার্থীরা হলে প্রবেশের আগে ও পরে স্থানীয় বখাটেরা তাদের উত্যক্ত করে আসছিল।
৪ ফেব্রুয়ারি দুপুরে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় স্থানীয় বখাটে মুস্তফার নেতৃত্বে কয়েকজন বখাটে যুবক ছাত্রীদের উত্যক্ত করে। এ সময় ছাত্রীদের সহপাঠী জাহিদ ও রফিকুল প্রতিবাদ করলে বখাটেরা তাদের মারধর করে প্রবেশপত্রসহ কাগজপত্র ও শার্ট ছিঁড়ে ফেলে ও মোবাইল ছিনতাই করে।
এ ঘটনার প্রতিবাদে বালিপাড়া ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থী ও এলাকাবাসী মিলে ত্রিশাল নান্দাইল মহাসড়কের বালিপাড়া বাজারে রেলস্টেশন মোড়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জালিয়ে প্রতিবাদ করে। প্রায় ঘন্টাব্যাপী অবরোধের পর ত্রিশাল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করে।
পরে ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, ত্রিশাল থানার এসআই আব্দুল লতিফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দোষীদের গ্রেফতার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, সড়ক অবরোধের কথা শুনে ত্রিশাল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের পরিপ্র্রেক্ষিতে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন