যশোরের চৌাছায় স্বর্ণের গহনা চুরি ও পরকীয়ার অপবাদ দিয়ে এক গৃহবধূকে (৩৫) শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। একইসাথে ওই নারীর চার বছর বয়সী মেয়েকেও মারধর করা হয়। নির্যাতিত ও গৃহবধূ ও তার শিশুকন্যা বর্তমানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুলিশ ওই ভাড়া বাসার মালিক জাফর ইমামের স্ত্রী সুলতানা রাজিয়া ও তার দুই মেয়ে জান্নাত আরা ইমাম ও সুমাইয়া ফারজানাকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে চৌগাছা শহরের কারিগরপাড়ার একটি বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, ওই নারীর সমস্ত শরীরে নির্যাতন করা হয়েছে। বাচ্চাটিকেও নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত তিন নারীকেই গ্রেফতার করে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন