রংপুরের মিঠাপুকুর উপজেলা মৎস্য অফিসার খালেদ মোশারফকে পিটিয়ে আহত এবং অফিস ভাংচুরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছে উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা।
বৃহস্পতিবার এ কর্মবিরতি পালন করে তারা।
এর ফলে মিঠাপুকুর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল উপজেলা পর্যায়ের অফিসের কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ ছিলো। সেই সাথে বৃহস্পতিবার পরিসংখ্যান বিভাগের অধিনে কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস মামলা রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করে বলেছেন আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, বুধবার বেলা পৌনে এগারটার দিকে উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি সুধীর চন্দ্র জীবনকে মৎস্যজীবীদের মাঝে মাছধরা জাল বিতরণ অনুষ্ঠানে অতিথি না করায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর, টেবিলের গ্লাস এবং আসবাব পত্র সহ মালামাল ভাংচুর করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন