কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রাতে টেকনাফ সদর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাতে উপজেলাধীন পৌরসভার চিতাখোলা নামক এলাকা দিয়ে ইয়াবা পাচার হতে পারে।
এমন সংবাদে টেকনাফ ২-বিজিবির অধীনস্থ টেকনাফ বিওপির একটি বিশেষ টহলদল দ্রুত ওই এলাকায় যায়। কিছুক্ষণ পর দূর থেকে একজনকে চিতাখোলার কাছে একটি ব্যাগ হাতে দেখা যায়। টহলদলের উপস্থিতি লক্ষ্য করেই ওই ব্যক্তি সঙ্গে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। টহলদল ওই এলাকায় গিয়ে করে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
উল্লেখ্য, টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করে জব্দকৃত ইয়াবাগুলো জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন