লালমনিরহাটে চলন্ত ট্রলি থেকে পড়ে পল্লব কুমার রায় নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজলার গোকুন্ডা ইউনয়নের মণ্ডলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। পল্লব ওই এলাকার তালুক মৃত্তিঙ্গা গ্রামের সুনিল চন্দ্র রায়ের ছেলে।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) এরশাদুল আলম জানান, সন্ধ্যার দিকে মণ্ডলেরহাট এলাকা থেকে মাটি ভরাট করে ট্রলিতে চড়ে বাজারের দিকে যাচ্ছিল শ্রমিক পল্লব। পথে একই এলাকার কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় উঠার সময় ট্রলি থেকে ছিটকে পড়ে আহত হয় পল্লব। পরে হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আল আমীন