২০১৯ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার পৃষ্ঠপোষকতায় শুক্রবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু ও জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী।
অনুষ্ঠানে ৫৭৪ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/কালাম