শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গজনী পর্যটন এলাকার অবকাশ থেকে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে শেরপুর গোয়েন্দা(ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার ৭ ফেব্রোয়ারি রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও চারটি রামদা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হল, বড় গজনী এলাকার আদিবাসি যুবক কয়েন ও লিলি গাগরা, ধানশাইল এলাকার জহুরুল ইসলাম, রামেরকুড়ার আনোয়ারুল ইসলাম শিক্কু, ডাকাবরের জয়নাল ও আয়নাল হক।
শেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান জানিয়েছেন, দুইদিন আগে ওই গ্রুপের জাকির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন