বাগেরহাটের মোরেলগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সাব্বির হোগলপাতি গ্রামের আবুল কালাম শেখের ছেলে। শুক্রবার ভোর ৫টার দিকে পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আজ বেলা ১২টার দিকে প্রতিবন্ধী ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে আটক সাব্বির বলেন, ওই নারীর ইতোপূর্বে বিয়ে ছিল। সেখানে ছাড়াছাড়ি হয়েছে। ঘটনারদিন সে আমাকে (সাব্বিরকে) তার বাড়িতে ডেকে নিয়ে মেলামেশা করতে বাধ্য করে।
মামলার বরাত দিয়ে থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, বৃহস্পতিবার বিকেলে সাব্বির প্রতিবেশী প্রতিবন্ধী ওই নারীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে।
বিডি প্রতিদিন/হিমেল