‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আজ সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সমাজ সেবা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও উন্নয়ন কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা, ইশারা ভাষার প্রমিত ব্যবহারে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি টেলিভিশনগুলোয় ইশারা ভাষায় সংবাদ প্রচারের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল