অপরাধ দমনে ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উচ্চ প্রযুক্তির আইপি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
সেসময় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর সহযোগিতায় জেলা পুলিশ শহরের পোষ্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুর, হামদহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১শ' টি আইপি ক্যামেরা স্থাপন করবে। যা জেলা পুলিশের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হবে। এতে শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করে জীবনযাত্রার মান উন্নয়ন করবে।
বিডি প্রতিদিন/হিমেল