রাজশাহীর পুঠিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় বৈশাখী খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও এক নারী ভ্যানযাত্রী।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৈশাখী খাতুন উপজেলার বেলপুকুর ইউনিয়নের তারাশ গ্রামের হাচেন আলীর মেয়ে। সে তারাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। শিশু বৈশাখী ওই ভ্যানের যাত্রী ছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন