৮ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:১৩

এসিড পান করে অসুস্থ নারীকে বরিশাল শেবাচিমে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এসিড পান করে অসুস্থ নারীকে বরিশাল শেবাচিমে ভর্তি

পটুয়াখালীর খেপুপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগী ওষুধ খাওয়ার সময় পানি ভেবে এসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে খেপুপাড়া থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়। রোগী শঙ্কা মুক্ত থাকলেও তার সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। 

নিপা হালদার নামে ওই রোগীর স্বামী পুলক হালদার জানান, এম.আর করাতে গতকাল সকালে নিপা হালদারকে খেপুপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এম.আর করানোর আগে চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ খাবার জন্য পানি মুখে নেয় সে। কিন্তু পানির বোতলে পানির পরিবর্তে এসিড জাতীয় পদার্থ থাকায় নিপার মুখ ও খাদ্য নালীতে জ্বালাপোড়া শুরু হয়। নিপার চিৎকারে চিকিৎসকরা এসে তাৎক্ষণিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠায় তারা। 

পানির বোতলে পানির বদলে কীভাবে এসিড জাতীয় দ্রব্য এলো তা জানাতে পারেননি নিপার শ্বাশুড়ি কানন হালদার। 

শেবাচিমের জরুরী বিভাগের মেডিকেল অফিসার চিকিৎসক ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, নিপাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সে আশঙ্কা মুক্ত থাকলেও তার পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর