নোয়াখালী সদর উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎফল চৌধুরী এ আদেশ দেন।
আসামিরা হলেন, নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, তার ছোট ভাই মোরশেদ আলম, মামতো ভাই পূর্ব চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ আলম এবং চর কাউনিয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আবুল বাশার। আসামিরা দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডি প্রতিদিন/হিমেল