শেরপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ভোরের দিকে সদর উপজেলার শেরপুর-ঢাকা মহসড়কের কামারিয়া তারাকান্দি শিমুলতলা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় দুজন মারা গেছে।
এদের মধ্যে একজন শহিদুল ইসলামের স্ত্রী খুকি বেগম উরফে পেচী (৪৫) ও অপরজন গফুরের পুত্র জাফর আলী (৫০)। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা। জাফর ইলেকট্রিক মিস্ত্রী ও পেচী স্থানীয় বাজার পরিস্কারের কাজ করতো।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, ভোরের দিকে ওই দুইজন কাজে বের হলে অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস প্রথমে পেচীকে চাপা দেয়। এ সময় জাফর গাড়ি থামাতে বললে জাফরের উপর গাড়ি তুলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলে দুজনেই মারা যায়। মাইক্রোবাসটি প্রচণ্ড গতিতে শেরপুর শহরের দিকে ঢুকে পড়ায় নাম্বার দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছে।
অপর দিকে, সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার গাজীর খামার এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে গাছ পড়ে কুদরত আলী (৬৩) নামে এক মটরসাইকেল আরোহী মারা গেছে।
কৃদরত আলী গাছ চাপায় মারা গেলে পরিবারের আবেদনে লাশ বিনা ময়নাতদন্তে দিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ