নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিযনের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদার হোসেন সৌরভ হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রবিউল হক জানান, গ্রেফতার আব্দুর রাজ্জাক (৪৮) চর বালুয়া গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে। মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে সোমবার এ মামলার ৪ নম্বর আসামি বাহার উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। বাহারের স্বীকারোক্তিতে আব্দুর রাজ্জাকের নাম উঠে আসে।
গত শনিবার গভীর রাতে চর এলাহী ইউনিয়নের চর বালুয়া দ্বীপে বাহার উদ্দিনের বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তরা দিদার হোসেন সৌরভকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সৌরভের বড় ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
সোমবার মামলার ৪ নং আসামি চর বালুয়ার ইসাকের ছেলে বাহার উদ্দিনকে গ্রেফতারের পর বিকালে মুখ্য বিচারিক হাকিম নবনিতা গুহ ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। বাহার সৌরভের মাটিকাটা মেশিনের চালক ছিলেন।
পুলিশের তথ্যানুযায়ী, চর বালুয়ার মৃত আবু তাহেরের ছেলে সৌরভের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপ থানায় হত্যা, অপহরণ ও ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। পূর্ব বিরোধের জেরে বিবাদমান কোনও পক্ষ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশের ধারণা।
বিডি প্রতিদিন/কালাম