বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংসদ সদস্য একরামুল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রতিযোগীতার উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণ করেন।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার আলমগীর হোসেন, সদর উপজেলা চেয়াম্যান এ.কে.এম শাসসুদ্দিন জেহান, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি শামছুল হাসান মিরণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহমুদুর রহমান জাবেদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা জেলার ৩০টি ক্লাবে দুইশতাধিক প্রতিযোগী ৪৩ ইভেন্টটে অংশগ্রহণ করে। নোয়াখালী সোনাপুর স্পোটিং ক্লাবের আবু তালেব দ্রুততম মানব ও প্রিয়া আক্তার দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নোয়াখালী জেলা প্রশাসক পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল