নোয়াখালী সরকারি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তিরত বেশ কয়েকজন দরিদ্র অসহায় রোগীদের নগদ আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলো জেলা পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক)। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি সভানেত্রী তানিয়া আলমগীরের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপারের মিসেস ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেনসহ ডাক্তারগণ উপস্থিততে এ সহায়তা প্রদান করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, ফেনী দাউদকান্দিতে বাড়ি থেকে বের হয়ে চৌমুহনীতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন (৫৫)। ২/৩জন শিক্ষার্থী তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং পুলিশকে জানায়। জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালে ছুটে গিয়ে অসহায় জাকিরসহ কয়েকজন রোগীর চিকিৎসা সেবার দায়িত্ব নেন এবং নগদ অর্থ তাদের হাতে তুলে দেন।
বিডি-প্রতিদিন/শফিক