ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এসএসসি এবং দাখিল গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার এসএসসি এবং দাখিলের গণিত পরীক্ষা চলাকালে উপজেলার দুইটি কেন্দ্র থেকে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ অভিযান চালিয়ে চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনজন শিক্ষার্থী, ছোলনা মাদ্রাসা কেন্দ্র থেকে চারজন মোট সাতজন শিক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করেন। এছাড়া পরীক্ষার কাজে দায়িত্ব অবহেলার জন্য চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজন শিক্ষক এবং ছোলনা মাদ্রাসা কেন্দ্র থেকে একজন শিক্ষককে পরবর্তী সকল পরীক্ষা থেকে অব্যাহতি প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক