ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রী হত্যার দায়ে দিদার লষ্কর নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিএমএ আলিম আল রাজী এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত দিদার লষ্কর শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মকলেচুর রহমানের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, দিদার লষ্কর বিয়ের পর থেকে স্ত্রী শিলা বেগমকে যৌতুকের দাবিতে প্রায় নির্যাতন করতেন। এরই প্রেক্ষিতে ৫ লাখ টাকা যৌতুক দিতে না পারায় ২০১২ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে শিলা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী দিদার। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দিদারসহ ৩ জনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার তাকে ফাঁসিতে ঝুঁলিয়ে ফাঁসি কার্যকরের নির্দেশ দেয় বিচারক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম