সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনূর হক ভুইয়া রাজুর উপর হামলা চালিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় সুগন্ধা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত অভিযোগে ওসমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় সুগন্ধা হসপিটালের সামনে সিকদার অপটিকস নামে একটি চশমার দোকানে বসে পত্রিকা পড়ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু। এসময় সিব্বির আহমেদ ও তার ভাই জসিমের নেতৃত্বে , ইফরু, রহিম বাদশা, জয়নাল, ওসমান, কবির, মাসুদ ও ইস্কান্দারসহ ১২ থেকে ১৫ জন অতর্কিতভাবে আমিনুল হক ভুইয়া রাজুর উপর হামলা চালায়। আমিনুল হক রাজু সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার। এসময় তারা রাজুকে মারধর করে ঠিকাদারী ব্যবসার নগদ ৫ লাখ টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ফারুক জানান, রাজুকে মারধরের ঘটনায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম