মুজিব বর্ষ উপলক্ষে পাবনায় শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২০। মঙ্গলবার সকালে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও প্রাইম ব্যাংক লি: এর পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: ময়েন উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিকসহ ক্রিকেট সাব-কমিটির সদস্যরা।
উদ্বোধনী ৫০ ওভারের খেলায় আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয় ২০ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৪৫ রান সংগ্রহ করে। পরবর্তীতে আর এম একাডেমী স্কুল ৫ ওভারে ১০ উইকেট নিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। এ প্রতিযোগিতায় জেলার ৮ টি স্কুল অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল