ভোলা জেলার মেঘনা, তেঁতুলিয়া ও সাগর মোহনায় জেগে ওঠা ২১টি চরের ৫ লক্ষাধিক মানুষ বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তির নেটওয়ার্ক সুবিধা পেতে যাচ্ছে। ওইসব চরে বসবাসকারী ৫ লাখ মানুষকে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। ডিজিটালাইজেশন অব আইল্যান্ড এলং বে-অব বেঙ্গল প্রজেক্টের আওতায় এই কার্যক্রম আগামী এক বছরের মধ্যে শুরু হচ্ছে।
মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন শীর্ষক এক মতবিনিময় সভায় এমন তথ্য তুলে ধরেন আইসিটি মন্ত্রণালয়ের পরিচালক মো. রেজাউল মাকসুদ জাহিদি ও টিম লিডার মো. নজরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার, বিটিসিএল কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের জিএম আবুল বাশার প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক