গাজীপুরের শ্রীপুরে ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে বরমী ইউনিয়নের হরতকির টেক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সেলিম ফকির বাদী হয়ে সোমবার সন্ধ্যায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গিয়াস উদ্দিন গাজীপুর ভূমি অফিসে ভূমি উপ-সহকারী র্কমর্কতা হিসেবে কর্মরত আছেন।
সেলিম ফকির জানান, মৃত মমতাজ উদ্দিনের মেয়ে হালিমা খাতুন ও ছেলে নূর মোহাম্মদ পৈত্রিক সূত্রে মালিক হয়ে তিন বছর পূর্বে মসজিদ নির্মাণের জন্য ১৫ শতাংশ জমি ওয়াক্ফ করে দেন। ওই জমিতে স্থানীয়দের সহযোগিতায় একটি পাকা মসজিদ, ওযুখানা, দুইটি টয়লেট ও গোসলখানা নির্মাণ করা হয়।
সম্প্রতি জমির মূল্য বেড়ে যাওয়ায় স্থানীয় গিয়াস উদ্দিন ওযুখানা, দুইটি টয়লেট ও গোসলখানায় কাঁটা তারের বেড়া দিয়ে দখল করে নেয়। কাঁটা তারের বেড়া দেওয়ায় নামাজ পড়তে আসা মুসল্লিদের ওযু-গোসলসহ প্রাকৃতিক কাজ সারতে পারছেন না। এ সময় জমিদাতা নূর মোহাম্মদের ভাগিনা সেলিম ফকির জমি দখলে বাধা দিলে গিয়াস উদ্দিন ও তার সহযোগীরা তাকে গালিগালাজ করে হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্ত গিয়াস উদ্দি জানান, আমি মসজিদের জায়গা দখল করিনি। আমার মালিকানাধীন দুই শতাংশ জমি ৮ বছর ধরে বেদখল ছিল। বেদখলীয় জমি সিমেন্টের পিলার পুঁতে কাঁটা তারের বেড়া দিয়ে দখলে নিয়েছি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আকতার হোসেন জানান, মসজিদের জমি দখলের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। দখলের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন