ঋতুরাজ বসন্তের প্রথম দিনে রঙ্গিন বরিশাল। প্রতিবছরের মত এবারও বরিশালে পৃথক আয়োজনে বরণ করা হচ্ছে বসন্ত। নাচে, গানে, কবিতায় আর আবৃত্তিতে বসন্ত বরণ করে বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। রঙ্গিন শাড়ি আর মাথায় ফুল দিয়ে উৎসবে শামিল হন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
আজ সকাল ১০টায় সরকারি মহিলা কলেজের বকুল আলোকায়ন মঞ্চে বসন্ত উৎসবের উদ্বোধন করেন
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান। ফুলে ফুলে এবং বাসন্তি রংয়ের শাড়ি পরে সেঁজেছে এই কলেজের শিক্ষার্থীরা। কবিতা আবৃত্তি, নাচ, গান আর মডেলিং সহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করছে তারা। কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপভোগ করেন ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান। উৎসব চলে দুপুর পর্যন্ত। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান এই উৎসবে সভাপতিত্ব করেন।
বাঙ্গালি সংস্কৃতিক এই উৎসবে অংশ নিতে পেরে খুশী শিক্ষার্থীরা। তারা বাসন্তি রংয়ে সারা বছর রঙ্গিন করতে চান। এর মাধ্যমে তারা নিজেদের মন-মনন পবিত্র করে সামনে এগিয়ে যেতে চান।
এদিকে বসন্ত বরণ উপলক্ষ্যে বিকেলে নগরীর জগদিশ সারস্বত বালিকা গার্লস স্কুল এন্ড কলেজে বসন্ত উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী এবং বরিশাল নাটক।
অপরদিকে প্রায় একই সময় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।
বসন্ত বরণ উৎসব নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে যথাযথ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন