কুমিল্লা মুরাদনগরে নিখোঁজের ১৮দিন পর মতিউর রহমান ( ৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মতিউর রহমান মুরাদনগর উপজেলার হারপাকনা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
শুক্রবার বাড়ির অদূরে ডোবায় লাশটি পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি থেকে মতিউর রহমান নিখোঁজ। ১ ফেব্রুয়ারি নিহতের ছেলে জাকির হোসেন মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি ও এলাকায় মাইকিং করেন। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার ফজলুল হক বলেন, নিহত মতিউর রহমানের মানসিক সমস্যা ছিল।
মুরাদনগর থানার পরিদর্শক(তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মূল ঘটনা বলা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল