নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মিনহাজুর রহমান নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রবিবার সকাল আটটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া শেরকোলের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক মিনহাজুর রহমান উপজেলার গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং সিংড়া ১৬৪ নং শিশু কল্যাণ বিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সকাল ৮ টার দিকে মিনহাজ এবং তার একজন সহকর্মী মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি থেকে নাটোরে পিটিআই প্রশিক্ষণে যাচ্ছিলেন। এ সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া শেরকোল এলাকার মাঝামাঝি পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় তারা দু'জনই গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় মিনহাজুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন