কিশোরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২। আটককৃতরা হলেন- সদর উপজেলার মনিপুরঘাট এলাকার গোলাম কিবরিয়া ভূঁইয়ার ছেলে মোজাদ্দেদুল ইসলাম নিকসন (৩৫) ও কলাপাড়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে জাকির হোসেন (৩১)।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার চন্দন দেবনাথ জানান, সোমবার দুপুরে মনিপুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানায়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ