১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:৩৩

মাগুরায় পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি

মাগুরায় পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ

শিক্ষকদের আন্দোলনের কারণে বছরের দেড় মাস পেরিয়েও পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাস শুরু না হওয়ায় সোমবার মাগুরায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে কলেজ গেটে ক্লাস বঞ্চিত দেড় হাজার ছাত্রছাত্রীর পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা সৈয়দ খালিদ হাসান রুবেল, আবু হুরায়রা, মো. অমিতসহ অন্যরা।

বক্তারা বলেন, শিক্ষকদের দাবি আদায়ের জন্য সাধারণ ছাত্রছাত্রীদের ক্লাস না নেওয়ায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন। বছরের দেড় মাস অতিবাহিত হলেও ক্লাস শুরু না হওয়ায় তাদের রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার আশংকা প্রকাশ করেন ছাত্ররা। অতি দ্রুত তাদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করার জন্য দাবি জানান তারা। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর