দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মজনুর রহমান মজনু হত্যা ঘটনার কুলকিনারা এখনও উদঘাটিত হয়নি।
তবে এ হত্যা মামলায় এজাহারভূক্ত হোসেন শাহারিয়া সোহান নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল।
রবিবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউপির শেখপুরা গ্রামের মো. সহিদুল্লাহর পুত্র হোসেন শাহারিয়া সোহান (৩২)কে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের একটি দল।
এদিকে ছাত্রদল নেতা মজনুর পিতা মো. ওবায়দুর রহমান ১৬ ফেব্রুয়ারি দুপুরে বোচাগঞ্জ থানায় সজল চৌধুরীকে প্রধান আসামি করে ১৪জনের নামে এবং ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। বোচাগঞ্জ থানার ডিউটি অফিসার এস.আই সাদেকুর জানান, মজনু হত্যার মামলা নং- ৫।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রাতে বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের সুকদেবপুর চৌরাস্তা নামক স্থানে অর্থের ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ছাত্রদল নেতা মজনু।
বিডি প্রতিদিন/ফারজানা