১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:০৪

গাঁজা বহনে সমস্যা তাই বাগান করে গাঁজার চাষ !

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

গাঁজা বহনে সমস্যা তাই বাগান করে গাঁজার চাষ !

অবৈধ গাঁজা বহনে নানা সমস্যা। কখন রাস্তায় পুলিশের হাতে ধরা খেতে হয়। তাই গোপনে বাগানে টবের মধ্যে গাঁজার গাছ লাগিয়েছে দুই ব্যবসায়ী। কিন্তু গোপন বিষয় আর রইলো না গোপন। বাড়িতে ঘুরতে এসে কোনো এক ব্যক্তির দৃষ্টিগোচর হয় এবং গাছটিকে দেখে বুঝে ফেলে যে এটি গাঁজার গাছ। আর সেই খবর পৌঁছে যায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। 

ঘটনাটি নারায়ণগঞ্জ ফতুল্লার দক্ষিণ শেয়ারয়াচর এলাকায়। ইতোমধ্যে বাসা বাড়িতে বাগানের আড়ালে টবের মধ্যে গাঁজার চাষ করায় দুই যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিকস) ।
 
গত শনিবার অভিযান চালিয়ে গাঁজার গাছসহ আটক দুই যুবক হলো- শিয়ারচরের নুরুদ্দিন কাজীর ছেলে নাঈম এবং একই এলাকার সালে আহম্মেদের ছেলে মো. সানি। এসময় জব্দ করা হয়ে পৃথক দুটি টবে রোপণ করা ছয়টি গাঁজার গাছ ও আড়াইশ' গ্রাম গাঁজা।

নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক শামসুল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, দোষীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর