শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় ছয়গাঁও ইউনিয়ন পরিষদ হল রুমে এক সভা শেষে কমিটির রুহুল আমিন ওঝাকে সভাপতি ও মো. বাচ্চু পালোয়ানকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া সহ সভাপতি পদে আসিফুল হক তুষার, যুগ্ম সম্পাদক সাব্বীর হোসেন স্বপ্নীল, সাংগঠনিক সম্পাদক মো. জনি পালোয়ান, মো. মাহমুদ হাসান তুষার, শেখ সাইফুর রহমান অর্কের নাম ঘোষণা করেন ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ রাড়ি।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম তালূকদার, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নিরব খান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিরু সরদার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সোহাগ মাঝি, সাধারণ সম্পাদক সাদ্দাম বেপারী, এমএ রেজা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফাহাদ হোসেন রাড়ি, সাধারণ সম্পাদক অশ্রু হাওলাদার, ছয়গাও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম নিপু পালোয়ান ও সাধারণ সম্পাদক আনিস সরদার উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব