চাঁপাইনবাবগঞ্জে নকল ফেনসিডিলসহ সোহেল রানা (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। সোহেল রানা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে।
বুধবার র্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ-কানসাট মহাসড়কের পূর্বপাশের কয়লাবাড়ী গ্রামের একটি আমবাগানে এক যুবক মাদক বিক্রি করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে ৭ বোতল আসল ও ৯৩ বোতল নকল ফেনসিডিলসহ এক যুবককে আটক করে র্যাব-৫ রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন