ফরিদপুরের বোয়ালমারী সদর বাজারে বুধবার সকালে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
আদালত সূত্রে জানা যায়, বুধবার সকালে সদর বাজারে চতুল ইউনিয়নের চতুল গ্রামের বাবলু রাজ বংশী (৩০) বিক্রয় নিষিদ্ধ ঝাটকা মাছ বিক্রি করছিল। খবর পেয়ে ১০ কেজি ঝাটকা সহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় আদালত বসিয়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করা করেন ইউএনও।
এ সময় জব্দকৃত ঝাটকা মাছ বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা