১৯ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৫৩

ময়মনসিংহে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

ময়মনসিংহের হালুয়াঘাটে উন্নত প্রযুক্তিনির্ভর পাট, পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। 

উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নির্বাচিত আদর্শ ১৫০ জন কৃষকের মাঝে উন্নত প্রযুক্তিনির্ভর  পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, উন্নত বীজ উৎপাদন করতে পারলে উন্নত পাট আমাদের দেশে উৎপাদিত হবে। সোনালী আঁশ পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রান্তিক পর্যায়ের সবচেয়ে বড় পাট উৎপাদনের কারিগর কৃষকদেরকে মনোযোগী হতে অনুরোধ জানানো হয়। 

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের পাট উৎপাদনের জন্য সব ধরনের পরামর্শ বিএডিসির বীজ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 

কর্মশালায় কৃষি ও সংশ্লিষ্ট কর্মকতারা উপস্থিত ছিলেন। হালুয়াঘাট পাট উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর